Uttara, Dhaka, Bangladesh
+8801707386530
mail@zcl.com.bd
আপনাকে শাস্তি পেতেই হবে, যদি আপনি শাস্তি যোগ্য অপরাধ করেন। ধরা পড়েন বা না পড়েন, তার সাথে শাস্তির কোন সম্পর্ক নেই। ধরা পড়লে বিচারে জেল হবে আর ধরা না পড়লে বা ধরা পড়েও ধরাধরি করে ছাড়া পেলেও লাভ নেই, জেল আপনাকে খাটতেই হবে। যে কোন দেশের/ সমাজের প্রচলিত আইন ভেঙ্গে অপরাধ / অন্যায় করলে আপনাকে শাস্তি পেতেই হবে। ধরা পড়েন আর না পড়েন, বিচার হোক বা না হোক, অপরাধ করলেই আপনি অপরাধী, অপরাধের শাস্তি আপনাকে পেতেই হবে। You will be punished not for your sins, you will be punished by your sins. যখনই আপনি অন্যায়, অপরাধ বা স্বজনপ্রীতি করবেন, দায়ীত্বে অবহেলা করবেন, তখনই আপনার অপরাধ বোধ, Stress বোধ হবে। সেই অপরাধ বোধ, that stress or tension ই আপনার জন্য শাস্তী।
বুঝতে পারছেন না? যে কোন দেশ বা যে সমাজের দিকে তাকান। যে দেশের মানুষ যত বেশি অন্যায় অপরাধ করে তারা ততবেশি নিজেদের জেলখানার কয়েদীতে পরিনত করে ফেলে। তারা দলবেধে সকলেই জেলখানায় বসবাস করে, জীবনযাপন করে।
তাহলে জেলখানা কি? What is prison? অপরাধ কি? What is crime?
জেলখানা হচ্ছে যেখানে মানুষকে আইনগতভাবে শাস্তি হিসাবে আটক করে রাখা হয় বা অপরাধের বিচার চলাকালীন সময়ে ধরে রাখা হয়। আর অপরাধ হচ্ছে এমন কিছু কর্মকান্ড করা বা না করা ( Actions or Inactions) যা দেশের প্রচলিত আইনে অন্যয় আর শাস্তীযোগ্য।
দেখুন, এখানে কিন্তু অপরাধ আর ধরাপড়ার মধ্যে তেমন কোন সম্পর্ক নেই। গুরুত্বপুর্ন পদে থেকে ঘুষ, দুর্নিতী, অন্যায়, অপরাধ,স্বজনপ্রিতী করা যেমন শাস্তিযোগ্য অপরাধ একইভাবে যে পদের যে দায়ীত্ব, যত কিছু দ্বায়ীত্বপুর্ন কাজ করার কথা সে সব কাজ না করাও সমান অপরাধ। আপনার পরিবারের প্রতি যে দায়ীত্ব, তা পালন নাকরাও অপরাধ। এমনকি আপনার নিজের স্বাস্থ ভাল রাখাও আপনার দায়ীত্ব, সে দায়ীত্ব পালন না করাও এক প্রকার অপরাধ।এখন দেশের যে দিকে তাকাবেন, দেখুন কোন লোকটি কোন পদে বসে কেমন কাজ করছে? কেমন তার দায়ীত্ব পালন করছে?
শিক্ষক স্কুলে পড়াচ্ছে না, ইন্জিনিয়ার সড়ক বানাচ্ছে না, ডাক্তার হাসপাতালে রুগী দেখছে না, পুলিশ অপরাধী ধরছে না, জনপ্রতিনীধি তার দায়ীত্বপালন করছে না। জনগনও একেবারেই উদাসীন, তার উপর ন্যাস্ত কোন দায়ীত্ব পালন করছে না।
যখন কোন দেশের সব বা সিংহভাগ লোকই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অপরাধ করে বা দ্বায়ীত্ব পালনে অবহেলা করে জেলখানায় বসবাসের যোগ্য হয়ে যায়, তখন সব লোকের জন্য তো এত বড় জেলখানা বানানো সম্ভব হয় না, তখন সে দেশটিই একটি বড় জেলখানাতে পরিনত হয়ে যায়। সব লোক নিজের বাড়ী বা পথেঘাটে বসেই জেলখাটে।
দেখুন এদেশে প্রতিটি লোকের বাড়ীই যেন দিল্লীর তিহার জেল, দশ্যু ফুলন দেবীকে আটকিয়ে রাখা হয়েছে প্রতিটি বাড়ীতে। প্রতিটি বাড়ী দারোয়ান, জালনা, দরজা, বারান্দা, সিড়ীতে মোটা রড আর অ্যাঙ্গেল দিয়ে, প্রতিটি বাড়ীতেই বেড়া, প্রাচীর, সেই প্রাচীরের উপর কাচ, পেরেক বা সুচালু লোহা দিয়ে সব জেলখানা বানানো হয়েছে। বাড়ী, অফিস, কলকারখানা, সর্বত্র গার্ড, পাহারাদার দাড়িয়ে রয়েছে, যেন জেলখালা। দেশের পথঘাট, রাস্তা, হাটবাজার, যানবাহন, বাস, ট্রেন সবই ভাঙ্গাচোরা, নড়বড়ে, ১ ঘন্টার পথ ৩ ঘন্টা লাগে। সামান্য বৃষ্টি হলে সবকিছু তলিয়ে যায়। এত নোংরা দেশ আর কোথাও নেই। এসবের সাথে, অন্যায়, অপরাধ বা জেলখানার সম্পর্ক কি?
সম্পর্ক হচ্ছে জেল আপনাকে খাটতেই হবে ! যদি জেল খাটার মত কাজ করেন। আপনি ধরা পড়ুন আর না পড়ুন। সেটি কেমন? ধরুন আপনি চরম অপরাধ করলেন আর ধরা পড়লেন, বিচারক শাস্তি হিসাবে আপনাকে ৫/১০/২০ বছরের জেল দিল।তা হলে কি হবে? আপনাকে জেলখানায় বসবাস করতে হবে। তা হলে কি হবে? জেলের নিয়ম মেনেই আপনাকে জীবনযাপন করতে হবে। আপনার আর ইচ্ছামত খাবার, বেড়ানো, যেখানে ইচ্ছা যাওয়ার, যা ইচ্ছা করার কোন স্বাধীনতা থাকবেনা। জেলের মধ্যে জেলের নিয়ম মেনেই জীবন কাটাতে হবে।
তাহলে আমাদের দেশ, সমাজ, মানুষের জীবনযাত্রা এসবের দিকে তাকান। দেখুন কোন লোকটির এদেশে স্বাধীনতা আছে? কোন লোকটি এদেশে স্বাধীনভাবে, ইচ্ছামত বেড়াতে, ঘুরতে, যেতে, খেতে, পরতে পারছে? ফার্মগেটের ভিক্ষুক হতে মহাক্ষমতাধর সরকারী কর্মকর্তা, ধনী ব্যবসায়ী, শিল্পপতি, রাজনিতীবিদ, সকলের দিকে তাকান, কে এদেশে স্বাধীন? দেখুন এদেশে সকলে নিজ বাড়ী থেকেই জেল খাটছে। অথবা জেল খাটার ভয়ে দেশ ছেড়ে পালিয়ে অন্য দেশে পালিয়ে বেড়াচ্ছে।
এ জেলের থেকে মুক্তি? মুক্তি আপনার হাতে। আপনাকে অবশ্যই কিছু করতে হবে আর কিছু করা থেকে বিরত থাকতে হবে। সে কেমন? আপনাকে আজ থেকে, এই মূহুর্ত থেকে প্রতিজ্ঞা করতে হবে, নিজে অন্যায়, অবিচার, আর অপরাধ করবেন না, তেমনই কাউকে অপরাধ করতেও দিবেন না। কারন? নিজে অন্যায় অপরাধ করা যেমন চরম অপরাধ, অন্যায় অপরাধ সহ্য করাও বেশি অপরাধ। সকলের সামনে রাস্তার টাকা মেরে দিচ্ছে কেহ কোন কিছু বলছে না, এটি দায়ীত্বে অবহেলা। যে পদের যে দায়ীত্ব সে সব পদে বসে দায়ীত্ব তা পালন না করাও চরম অপরাধ।
এই কাজটি আজকের থেকে শুরু করুন, কাল থেকেই আপনি মুক্ত। আপনাকে আর নিজ বাড়ী, গাড়ীতে বসে, ভাংগাচোরা বাস, নড়বড়ে ট্রেনে চড়ে ঘন্টার পর ঘন্টা জেল খাটতে হবে না। সামান্য বৃষ্টিতে পথে ডুবতে হবে না। মানুষের ঘৃনার ভাগীদার হতে হবে না।
Facebook Page | Privacy Policy | © Zishan Corporation Ltd | Developed by House of Innovation |