Uttara, Dhaka, Bangladesh

+8801707386530

mail@zcl.com.bd

১৯৭৬ সালে আমেরিকার ক্যালিফোর্নিয়ার বার্কেলীতে অবস্থিত, ক্যালিফোর্নিয়া বিশ্বিবদ্যালয়ের অর্থনিতীর ইতিহাসের অধ্যাপক কারলো এম সিপোলা, মানুষের নির্বুদ্ধিতার নিয়মাবলীর উপর একটি জনপ্রীয় বই লিখেন। সেই বইয়ে কারলো সিপোলা দেখিয়েছেন নির্বোধ লোকেরা মুলত ৫ রকমের হয়।


সিপোলা তো ইটালীতে জন্মগ্রহন করে, ইটালীতেই লেখাপড়া সমাপ্ত করে সে দেশেই শিক্ষকতা শিরু করেন। পরে ফ্রান্সের সর্বনেও লেখা পড়া করেন, পরে আমেরিকা যান এবং সেখানেই থেকে যান। তার অর্থ সে ইউরোপ আর আমেরিকার মানুষ দেখেই মানুষের নির্বুদ্ধাতা নিয়ে বই লিখেছিল। সে যদি ভারতবর্ষ, বা এখনকার ভারত, বাংলাদেশ বা পাকিস্থানের অবস্থা দেখতো তাহলে কি বই লিখতো?


Law 1: Always and inevitably everyone underestimates the number of stupid individuals in circulation. (সব সময়েই সকলেই চারিদিকে যত বেশি নির্বোধ বা স্টুপিড লোক আছে তা মনে প্রচলিত সংখযার থেকে অনেক কম মনে করে।)


Law 2: The probability that a certain person be stupid is independent of any other characteristic of that person. (সম্ভাবনা এমন যে কিছু মানুষ নির্বোধ হবেই তাদের অন্য যত গুনাবলী থাকুক না কেন।)


Law 3. A stupid person is a person who causes losses to another person or to a group of persons while himself deriving no gain and even possibly incurring losses. (নির্বোধ ব্যক্তি কোন কারন ছাড়াই একজন বা অসংখ্য মানুষের ক্ষতির কারন হয় এমন কি সে নিজের ক্ষতি করেই অন্যের ক্ষতি করে।)


Law 4: Non-stupid people always underestimate the damaging power of stupid individuals. In particular non-stupid people constantly forget that at all times and places and under any circumstances to deal and/or associate with stupid people always turns out to be a costly mistake. (স্মার্ট বা ইন্টেলিজেন্ট মানুষেরা বা যারা নির্বোধ না, তারা সব সময়েই নির্বোধ লোকের ক্ষতিকর ক্ষমতাকে খাট করে দেখে।)


Law 5: A stupid person is the most dangerous type of person. (একজন নির্বোধ লোক খুবই ক্ষতিকারক লোক।)


যে দেশে বা যে সমাজে যত বেশি নির্বোধ লোক, সে সমাজ বা সে দেশ তত বেশি তলিয়ে যায়। নির্বোধ লোক দেশ বা সমাজের বোঝা। একজন নির্বোধ লোক যদি গুরুত্বপুর্ন পদে বসে থাকে তাহলে সে দেশের লোকের কপালে দু:খের শেষ নেই। এরকম হলে ১ জনের ১ দিনের কাজ ১০০ জনে ১০০ দিনেও শেষ করতে পারে না। যুগ যুগ গড়াতে থাকে। মানুষের দুর্দশা বাড়তেই থাকে। আপনার চারপাশে তাকিয়ে দেখুন।


লেখকঃ কারলো এম সিপোলা

Suggested Articles

image