Uttara, Dhaka, Bangladesh

+8801707386530

mail@zcl.com.bd

বুদ্ধি হচ্ছে শক্তি বা সম্পদের মত। কিন্তু সম্পদ বা শক্তি দুই রকম। একটি Active বা সক্রিয় সম্পদ, আর অপরটি Inactive/Latent বা নিস্ক্রীয় বা প্রচ্ছন্ন শক্তি বা সম্পদ। ধরুন আপনি বহু টাকার মালিক,  হয়তো নিজে উপার্জন করে বা উত্তরাধিকার সূত্রে মালিক হয়েছেন। কিন্তু আপনি জানেন না এই টাকা বা সম্পদ দিয়ে সব থেকে ভাল কাজ কি কি করা যেতে পারে। কিভাবে সর্বোত্তম ব্যবহার করে নিজের, পরিবারের, সমাজের বা দেশের কি কি কাজ করা যেতে পারে। তাহলে কেমন হবে? দেখুন, আপনার পরিচিত বহু লোক আছে যার নগদ বা স্থাবর সম্পদ আছে প্রচুর। কিন্তু সে তার ঐ সম্পদ সম্পর্কে কখনো ভাবেও না। না জানার কারনে তুচ্ছ খাবার খাচ্ছে, তুচ্ছ বাসা বা পরিবেশে বসবাস করছে। তুচ্ছ রোগের কারনে ভুগছে। তৃতীয় শ্রেনীর জীবনযাপন করেই জীবন পার করে দিচ্ছে।


ঠিক অনুরুপভাবে বহু লোক বহু বিষয়ে অনেক কিছু শিখেছে বা এখনও শিখেই যাচ্ছ। কিন্তু শিখার পর ঐ শিক্ষা কোন কাজে লাগাতে পারছে না। জমানো টাকা বা সম্পদের মত জমানো বুদ্ধি কোন কাজেই লাগছে না। বরং ঐ বুদ্ধি বা নির্বুদ্ধিতার কারনে নিজেও কিছু করছে না আর অন্যকেও কিছু করতে দিচ্ছে না। 

এদেশের লোকেদের নতুন করে কোন কিছু আবিস্কার করতে হবে না। যেমন এক সময়ে জাপানীরাও কোন কিছু আবিস্কার না করেই অন্যের আবিষ্কার করা পন্য নিয়ে ব্যবসা বানিজ্য করেই বিশ্বে সব থেকে ধনী দেশে পরিনত হয়েছে। চীনারাও একইভাবে সেরা ধনী হয়েছে। এখন এ দুটি দেশই নিজেরাই বহু কিছু আবিষ্কার করে বিশ্ববাসিকে ঋন শোধ করছে। ইসরাইলে মাটিও নেই আর পানিও নেই, তারা বাসাবাড়ীর ব্যবহার করা পানি শোধন করে আর সাগরের নোনাপানি শোধন করে মরুভুমি বা পাথুরে মাটিতে ফসল ফলিয়ে বহু দেশে রপ্তানী করছে। সে দেশে কেও কাউকে স্যালুট করতে পারে না বা কোন বস সিস্টেম নে, Nobody is allowed to salute anybody. It is called Chutzpah culture. যে কোন ডিপার্টমেন্টের হেড নির্বাচিত হয় ভোটের মাধ্যমে। দেশের চতুর্দিকে আর ভিতরে সব কিছুই বৈরি, তার পরও তারা জ্ঞান, বিজ্ঞান, ব্যবসা বানিজ্য সব কিছুতেই সেরা। 


হংকং আর সিংগাপুরে তো জমিই নেই। হংকং এ মাত্র ১১০০ বর্গ কি:মি: এ ৭.৫ মিলিয়ন আর সিংগাপুরে ৭৫০ বর্গ কিমি: এ ৫.৫ মিলিয়ন লোক। আমাদের ভোলার আয়তন ৩৭০০ বর্গ কি:মি: আর লোক সংখ্যা ২ মিলিয়ন। একটু চেস্টা করলে ভোলাতে আরও ৫.৫ মিলিয়ন লোক পাঠালেও তখনও হংকং এর জনসংখ্যার তিন ভাগের একভাগ হবে মাত্র। সিংগাপুর আর হংকং এ পথের শেষ নেই আর ভোলাতে মাত্র একটি পথ আছে। অনুরুপভাবে শিংগাপুরের সমান ৭৭১ ব: কি: আর মাত্র ৪.৪১ লাখ জনসংখ্যার চট্রগ্রাম এর বড় উপজেলা ফটিকছড়ির জমি ধরতে গেলে সব পড়ে আছে। তেমন কোন কাজেই লাগছেনা।  

একটি দেশের বিভিন্ন সম্পদের মত জনসংখ্যা সব থেকে বড় সম্পদ, কিন্তু এ সম্পদ কাঁচামাল বা মাটির নিচে খনিতে থাকা সম্পদের মত। তুলে কাজে না লাগাতে পারলে কোন কাজেই আসবে না। উপরন্ত মানব সম্পদকে কাজে না লাগাতে পারলে তখন তা হবে বোঝা বা সমস্যা।


দেশের উর্বর চাষের জমির সিংহ ভাগে শুধুই ধান চাষ করে সারা বছর কোটি কোটি লোক কেবলমাত্র ভাত খেয়েই জীবন কাটিয়ে দিচ্ছে। অথচ ঐ সব উর্বর জমিতে দেশে বিদেশে প্রচুর চাহিদা সম্পন্ন ফসল চাষ করা যাবে যা থেকে ধান কিংবা অন্য সব সস্তা ফসলের তুলনায় ৫/১০/২০ গুন বেশি আয় করা যাবে। এ্যাভোকেডো, কফি, কাজু, গোলমরিচ, ড্রাগন সহ আরও কত রকম দামী ফসল রয়েছে, সে সব চাষের কথা কেও ভাবছে না। সরকার বা কোন লোকেরই সেদিকে কোনো নজর নেই। গত ৪/৫ বছর যাবৎ ভিয়েতনাম বাংলাদেশের মোট রপ্তানী আয়ের থেকে বেশি রপ্তানী করেছে কৃষি পন্য।


সিংগাপুর বা হংকং এর মোট জনসংখ্যার থেকে এ দেশের  বেশি লোক বিদেশে থাকে। কিন্তু সে দেশের সরকারি বিমান বছর বছর শুধু লোকশান দেয়। আর সরকার টাকা দিয়ে সেটিকে বাচিয়ে রাখে। সরকারি ব্যবসার নামে যুগ যুগ কত খাতে যে কত টাকা অপচয় হচ্ছে তার শেষ নেই। এদেশে কত কিছুতে অবিচার, বৈষম্য, বিবেকহীনতা, নির্বুদ্ধিতা আছে তার শেষ নেই। বিশ্বে এতটা নোংরা দেশ যেমন বেশি নেই, তেমনই এদেশের মানুষের মত এত নোংরা মনের মানুষও খুব বেশি অন্য কোন দেশে নেই। কারন যে কোনো দেশের পরিবেশ সে দেশের মানুষের মনের বহিপ্রকাশ, Environment is the extension of human mind. তা হলে মানুষের মন কি? What is human mind? ব্রেইনের কাজকেই মন বলে। Mind is brain in action.


এক সময়ে বহু বছর পূর্বে আমেরিকার সেরা ধনী এ্যান্ড্রু কার্নেগী লক্ষ করলেন সে দেশের ৫০০ জন সেরা ধনীর মধ্যে তেমন কোন শিক্ষিত লোক নেই। মাত্র ১২ বছর বয়সে বাবা মার সাথে স্কটল্যান্ড হতে আমেরিকা গিয়েছিল। স্কুলে যাবার সুযোগ  না পাওয়া কার্নেগী এর রহস্য জানতে চাইলেন। সে Napoleon Hill নামক তরুন লেখক কে গবেষনা করে এর কারন বের করার দায়িত্ব্য দেন। ২০ বছর ধরে গবেষনা করে Napoleon Hill বই লিখেন, “Think and Grow Rich” বড় লোক বা ধনী হবার চিন্তা করলেই মানুষ ধনী হবে। কেও যদি মনে মনে কখনও ধনী হতে না চায়, তা হলে সে কখনও ধনী হতে পারবে না।


তদ্রুপ যে কোন বিষয়ে যদি মানুষ নির্দিস্ট করে কি চাই তা না জানে তা হলে সে কোন ভাল কিছু করতে পারবে না। ডাক্তার হয়ে রোগ সারাতে পারবে না, শিক্ষক হয়ে পড়াতে পারবে না, ইঞ্জিনিয়ার হয়ে রাস্তা বানাতে পারবে না, এমপি হয়ে দেশ চালাতে পারবে না। ধনী হবে কিন্তু আসল ধন কি তা চিনবে না। লালন ফকিরের গান “ বুঝলি না মন কোথা সে ধন? ভাজলি বেগুন পরের তেলে,” এর মত সারা জীবন পরের ধনের দিকে নজর যাবে নিজ ধন দেখতে পাবে না।


Knowledg will not attract money or any specific results, unless it is organised, intelligently directed, through practical plans of actions, to the definite END OF ACCUMULATION OF MONEY OR any specific results. 


This “missing link” in all systems of education known to civilization today, may be found in the failure of educational institutions to teach their students, HOW TO ORGANISE AND USE KNOWLEDGE AFTER THEY ACQUIRE IT.


The real meaning of the word EDUCATE, Latin word derived from the word “EDUCO” meaning to induce, to draw out, to DEVELOP FROM WITHIN “. সুশিক্ষিত লোক মানে স্বশিক্ষিত, কেহ যদি নিজের থেকে না শিখে তাহলে তাকে কেও শিখাতে পারবে না। এমন কি সে Harvard বা Oxford এ পড়েও পারবে না।

Suggested Articles

image