Uttara, Dhaka, Bangladesh
+8801707386530
mail@zcl.com.bd
লাখ লাখ টাকা ঘুষ দিয়ে কয়েক হাজার টাকার চাকুরী নাকি সঠিক জায়গায় হালাল বিনিয়োগ করে বছরে লাখ লাখ টাকা আয়? কোনটি চাই আমরা?
সামান্য কিছু টাকা, ১ বিঘা জমি দিয়ে চাষাবাদ শুরু করে আপনিও নাম লিখাতে পারেন দেশের সফল ব্যবসায়ীদের তালিকায়। বর্তমানে দেশে সবচেয়ে দামী কিছু ফলের মধ্যে অন্যতম একটি হলো কাঁচা খাওয়ার উপযোগী বারহী (Barhee) জাতের খোরমা খেজুর। কিছুক্ষন ধৈর্য্য সহকারে পুরো লেখাটি পড়ে জেনে নিন বাংলাদেশে এই দামী ফলটির বানিজ্যিক সম্ভাবনা।
জমিঃ
চাষের ক্ষেত্রে আমাদের সব থেকে বেশি চিন্তা থাকে জমি নিয়ে। কিন্তু আপনি জেনে অবাক হবেন যে, দামী এই ফল এর চাষের জন্য বিশেষ কোনো জমির প্রয়োজন হয় না। সমতল জমি ছাড়াও পুকুর, দিঘী বা খালের পাড়ে রোপন করা যাবে। সামান্য নিচু জমি হলেও গাছের গোড়া উচু করে রোপন করা যাবে। পানি জমে না এবং রোদ পড়ে এমন যেকোনো স্থানেই এটি চাষ করা যাবে।
ফলন_আসতে_সময়ঃ
দেশের বিভিন্ন স্থানে বড় হয়ে উঠছে টিস্যু কালচার পদ্ধতিতে তৈরি উন্নত চারাগাছ। ছবিতে ৬ মাস হতে ৩০ মাস বয়সী বারহী খেজুর চারা দেখা যাচ্ছে। চারা লাগানোর ৩০ মাসের মধ্যেই গাছে ফলন আসে। দেশের বিভিন্ন স্থানে আমাদের সহায়তায় চাষ করা জমিতে ২০১৬ এর শেষে বা ২০১৭ রোপন করা গাছে মাত্র ২৬/২৭ মাসেই ফলন হয়েছিল ২০১৯।
ফলন_এর_পরিমানঃ
বারহি খেজুরের চারা লাগানোর ৩য় বছর হতেই ফল ধরতে শুরু করে। আমাদের দেশে গাছে ফুল আসে মার্চ মাসে। তাই ৩০ মাস বয়সের পর মার্চ মাস আসলেই গাছে ফলন আসা শুরু হয়। ফলন শুরু হওয়ার ১ম বছরে ২০-২৫, পরের বছর ৫০-৬০ কেজি এবং এর পর থেকে ১০০ কেজির বেশি ফলন পাওয়া যায়। লাগানোর ৬ষ্ঠ বা ৭ম বছরে গড়ে গাছ প্রতি ফলন হবে ১৫০ কেজির বেশি। এভাবে চলতে থাকবে ৩০-৪০ বছর।
আয়ঃ
ঢাকায় এক কেজি আমদানী করা হলুদ কাচা খেজুরের দাম ৬০০/৮০০ টাকারও বেশি। এক একর জমিতে ৭২-৭৫ টি গাছ ধরে। প্রতি এক একর জমিতে (৭২ পিস চারা) বারহী খেজুর চাষে খরচ হবে সারে ৬ লাখ টাকা। ৩০ মাস পর ফলন আসার পর থেকে প্রতি বছর প্রতি একরে আয় হবে ১৫-১৬ লাখ টাকা। পরিচর্যা খরচ খুবই কম, নেই বললেই চলে।
এবার সময় আপনার। চাইলে আপনিও শুরু করতে পারেন আজই। শুধু প্রয়োজন কিছু টাকা, আত্নবিশ্বাস। জমি থাকলে খুবই ভালো, আর না থাকলেও সমস্যা নেই, আমরাই লিজ নেয়ার ব্যবস্থা করে দিবো। তাহলে আর দেরি কেনো!! বানিজ্যিক চাষের জন্য এখুনি যোগাযোগ করুন আমাদের সাথে।
Facebook Page | Privacy Policy | © Zishan Corporation Ltd | Developed by House of Innovation |