Uttara, Dhaka, Bangladesh
+8801707386530
mail@zcl.com.bd
"Know more than other, work more than other, expect less than other." শেকসপিয়ার এর এই কথাটির অর্থ হলোঃ অন্যের থেকে বেশি জানুন, অন্যের থেকে বেশি পরিশ্রম করুন, কিন্তু অন্যের থেকে কম আশা করুন। This is called recipe of happiness.
এটা যদি না জানেন, বা না মানেন বা বিপরীত করেন, তাহলে কি হবে?
এ ব্যাপারে অপর আরেক গুরু কি বলেছে তাহলে জানুন। "Look deeply at the nature you will understand many things." অর্থাৎ "প্রকৃতির দিকে গভীরভাবে তাকিয়ে দেখুন, তাহলে অনেক কিছু বুঝতে পারবেন" - আলবার্ট আইন্সটাইন
দেখুন প্রকৃতির দিকে, যে কম জানে বা কম পরিশ্রম করে সে অন্যের অধীনে চলে যায়। দেখুন ব্যাঙ পোকা খায়, ব্যাঙের থেকে যে বেশি জানে সে ব্যাঙ ধরে খায়। দেখুন যে গাছ নিজে সোজা হয়ে দাড়াতে পারেনা সে অন্য গাছ বেয়ে উপরে উঠে। ঠিক তেমনি যে কম জানে সে তার অধীনে চলে যায় যে বেশি জানে। এর কোন ব্যতিক্রম হবার সম্ভাবনা নেই। যে দেশের লোক কম জানে তারা যে দেশের লোক বেশি জানে তাদের অধীনে চলে যাবে। যেমন রবার্ট ক্লাইব এর নেতৃত্যে ইংরেজ দল দক্ষিণ ভারত হতে এসে মাত্র ৭/৮ শত ইংরেজ সেপাই আর ২২০০ এদেশীয় সেপাই নিয়ে সিরাজদৌলার ৬০/৬৫ হাজার সৈন্যের বাহিনীকে হারিয়ে পুরো বাংলা দখল করে নেয়।
আগে যারা বেশি জানতো আর যাদের বেশি শক্তি ছিল তারা এক দেশ হতে মানুষ জোর করে ধরে আরেক দেশে বিক্রি করে দিত। কিন্তু এখন আর জোর করে ধরে নেয় না বা তার দরকার নেই। যে জানে না সে নিজেই স্বেচ্চায় গিয়ে ধরা দেয় যে বেশি জানে তার কাছে। গরীব দেশের লোক দলে দলে অন্য দেশে গিয়ে অন্যের জন্য হাড় ভাঙ্গা পরিশ্রম করছে। বিল্ডিং শেষ হলে আর সেখানে যেতে পারে না। দেখুন আবুধাবী, দুবাই, কাতারের বা সৌদিতে সব বড় বড় আকাশচুম্বী অট্টালিকা। যখনি বানানো শেষ, সেই শ্রমিকরা আর সেখানে যেতে পারেনা।
আবার নিজের দেশে বা বাড়ী থেকেই অন্যের জন্য খেয়ে না খেয়ে খেটে যাচ্ছে। কারন সেই একটিই - কম জানা। আমাদের দেশের সব গার্মেন্ট শ্রমিকদের দিকে লক্ষ্য করুন। চামড়া বা জুতা শিল্পের দিকে লক্ষ্য করুন। কম জানা লোক নিজের থেকে চলতে পারেনা, অন্যের দ্বারা চালিত হয়, অন্যেরা যেভাবে তাদের চালায় তারা সেভাবেই চলে। নিজে নিজে চলতে হলে আপনাকে জানতেই হবে। আপনি যত বেশি জানবেন তত আপনার নিজে চলার সক্ষমতা বাড়বে।
এ যেন নাগাল্যান্ডের পুরুষ হাতি। নাগারা হাল চাষ করে পুরুষ হাতি দিয়ে। কিন্তু চাষ কার্যে ব্যবহার করে সেই হাতিগুলোকে খেতেও দেয় না। সারাদিন কাজ করিয়ে এদেরকে ছেড়ে দেয় যেনো এরা বনে যেয়ে সারারাত খেয়ে সকল আত্মীয়দের সাথে দেখা করে সকালে আবার হাল চাষ করতে মনিবের বাড়ী চলে আসে। পুরুষ হাতির বাচ্চা গুলি ধরে পুরুষ হাতি দিয়ে। পুরুষ হাতি নিয়ে নাগারা হাতির দলে মিশে বাচ্চা হাতিগুলোর গলায় দড়ি দিয়ে বেধে ফেলে, এর পর অনেকগুলো পুরুষ হাতির সাথে করে বাড়ি নিয়ে আসে। বাচ্চা হাতিগুলো বুঝতেই পারে না যে তারা দল থেকে চলে আসছে। এরপর পুরুষ হাতির সাথে নাগাদের বাড়িতেই থাকতে শুরু করে। নাগারা এদের দিয়ে চাষ করায় আর খেতে দেয়। একটা সময় পরে এদেরকে ছেড়ে দিলেও আর বনে চলে যায় না।
কিন্তু শেকসপিয়ার সকলকে অন্যের থেকে বেশি পরিশ্রম করতে উপদেশ দিলো কেন? আপনি যদি কাজ না করেন, শারীরিক পরিশ্রম না করেন, ধীরে ধীরে আপনার দেহ অচল হয়ে যাবে। এক সময় আর কিছুই করতে পারবেন না। অতি সহজেই ডায়াবেটিকের রোগী হয়ে যাবেন। আপনি কাজ না করলে দেহে ব্লাড সার্কুলেশন হবে না, ব্রেন তার চাহিদা মত রক্ত পাবে না, তখন অল্প বয়স হলেই আর কিছু মনে রাখতে পারবেন না। যদি না খাটেন তবে ব্রেইন এ যথেস্ট রক্ত প্রবাহ না হওয়ার কারনে অনেক নিউরন সেল পুস্টি আর অক্সিজেনের অভাবে মারা যাবে, তখন সব কিছু সহজেই ভুলে যাবেন আর আগে শিখেছেন এমন জিনিস মনে করতে পারবেন না। দেখুন যারা বসে থাকা পেশায় আছে বা স্বাস্থ্য সচেতন না তারা কিছুই মনে রাখতে পারে না। স্বাস্থ্য সুরক্ষায় অন্য আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার হলো "খাবার"। কি খেতে হবে, কতটুকু খেতে হবে আর কখন খেতে হবে এ সব যদি সঠিকভাবে না জানেন, তাহলে আপনি খাবার খাবেন না, খাবারই আপনাকে খেয়ে ফেলবে। You will be eaten by your food.
কাজেই যদি সুখী হতে চান তাহলে আপনাকে অন্যের থেকে বেশি জানতেই হবে আর পরিশ্রম করতে হবে কিন্তু অন্যের থেকে কম আশা করতে হবে।
Facebook Page | Privacy Policy | © Zishan Corporation Ltd | Developed by House of Innovation |